পশ্চিমবঙ্গ সরকারের ‘সমব্যথী’ প্রকল্পের অন্তর্গত মৃত ব্যক্তির পরিবারদের অন্তেষ্টিক্রিয়া জন্য ২ হাজার টাকা করে পরিবার পিছু প্রদান করা হয়।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুর জেলার হিলি ব্লকের ২নং পানজুল গ্রাম পঞ্চায়েতের সমস্ত সংসদের সজন হারা পরিবারদের সদস্যদের হাতে নগদ দু’হাজার টাকা করে মোট ৩০ টি পরিবারকে ৬০ হাজার টাকা প্রদান করল পাঞ্জুল গ্রাম পঞ্চায়েত। মূলত, পশ্চিমবঙ্গ সরকারের ‘সমব্যথী’ প্রকল্পের অন্তর্গত মৃত ব্যক্তির পরিবারদের অন্তেষ্টিক্রিয়া জন্য ২ হাজার টাকা করে পরিবার পিছু প্রদান করা…

