সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও জামাইষষ্ঠী ছবি দেখা গিয়েছে।
নিজস্ব সংবাদদাতা, মালদা—- রবিবার সকাল থেকে বাংলা জুড়ে বাঙ্গালীদের মহা সাড়ম্বরে পালিত হচ্ছে জামাইষষ্ঠী। তাই সারা রাজ্যের পাশাপাশি মালদা জেলাতেও জামাইষষ্ঠী ছবি দেখা গিয়েছে। এদিন বাড়ির জামাই আদর আপ্যায়নের মেতে উঠেছে জামাইয়ের শাশুড়িরা। এদিন সকালে ষষ্ঠী পূজা অনুষ্ঠিত হয় । পূজো উপলক্ষে নিয়ম-নিষ্ঠা ভক্তি শ্রদ্ধা সাথে পূজার সরঞ্জাম নিয়ে বট পাকুর গাছের তলে মায়েরা সন্তানের…

