পারিবারিক ঝামেলায় নিজের স্ত্রী কে ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করলেন তার নিজের স্বামী।
কাঁচরাপাড়া, নিজস্ব সংবাদদাতা:- দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যা চলতো উজ্জল মণ্ডলের স্ত্রী জ্যোৎস্না মন্ডল ও উজ্জল মণ্ডলের মধ্যে। পারিবারিক ঝামেলায় এমন পর্যায়ে চলে যায় যে কত সোমবার রাতে জোসনা মন্ডলের ধারালো অস্ত্র দিয়ে কেটে খুন করলেন তার নিজের স্বামী। ইতিমধ্যেই স্বামী উজ্জ্বল মণ্ডল কে গ্রেফতার করেছে বীজপুর থানার পুলিশ প্রসঙ্গত বাসন্তীতে দেওরের হাতে খুন হতে হয়েছিল…

