ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই একটি দোকান ।
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- ধুপগুড়ি ব্লকের ঝাড় আলতা ২ নং গ্রাম পঞ্চায়েতের একমাত্র জনবহুল সাপ্তাহিক বাজার খট্টিমারি। ভয়াবহ অগ্নিকাণ্ড ে পুড়ে ছাই একটি দোকান । এদিন রাতভর মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মাঝেই খট্টিমারি বাজারে রাত আনুমানিক দুইটা তিরিশ নাগাদ ভাগ্য রায়ের মোবাইল দোকানে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা দেখতে পান বাজারে বসবাস করা এক স্থানীয়…

