পুনরায় দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।
হিলি-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- পবিত্র ঈদুল আযহা, সাপ্তাহিক ছুটি ও সার্ভার জটিলতার কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পুনরায় দক্ষিণ দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। এতে বন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চলতা। আজ হিলি স্থলবন্দর দিয়ে মোট ৪৩ গাড়ি পণ্য বাংলাদেশে রপ্তানি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল মুসুর ডাল, মুগ ডাল, জিরা, আদা, চিনা বাদাম, ভুসি সহ অন্যান্য সামগ্রী।
অন্যদিকে আজ বাংলাদেশ থেকে কোন দ্রব্য আমদানি করা হয়নি।
মূলত, পবিত্র ঈদুল আযহাসহ সাপ্তাহিক ছুটির কারণে গেলো ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত হিলি বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। গতকাল রবিবার (১৫ জুন) থেকে আমদানি-রপ্তানি শুরু হওয়ার কথা থাকলেও ভারতের কাস্টমসে সার্ভার জটিলতার কারণে গতকাল দু’দেশের মধ্যে কোনো প্রকার আমদানি-রপ্তানি হয়নি। তবে আজ সোমবার দুপুর ১২ টা থেকে যথারীতি আমদানি-রপ্তানি শুরু হয়েছে। পাশাপাশি পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

