আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে রক্ত যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয় সকল রক্ত যোদ্ধাদের।

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- ১৪ই জুন২০২৫ বিশ্ব রক্ত দাতা দিবস পালন করা হয় বডি পেইন্টিং এবং রক্ত দানের মাধ্যমে সেখানে আজ বডি পেইন্টিং করেন বিশিষ্ট চিত্রশিল্পী ইভানা কুন্ডু তার সাথেই বিভিন্ন রক্তদাতারা আস্থা ফাউন্ডেশনের উদ্যোগে কোচবিহার সেন্ট জোন্স ব্লাড সেন্টারে রক্তদান করেন সকল রক্তদাতা দের আস্থা ফাউন্ডেশনের তরফ থেকে রক্ত যোদ্ধা হিসেবে সম্মানিত করা হয় সকল রক্ত যোদ্ধাদেরউত্তরীয় পরিয়ে হাতে মেমোন্টো, ভগবত গীতা এবং সবুজ চারা গাছ দিয়ে সম্মানিত করা হয় এই রক্ত দান মহোৎসবে উপস্থিত ছিলেন কোচবিহার জেলার বিশিষ্ট সমাজ সেবক এবং সেবীকারা যারা নিজেরা রক্ত দিয়ে এই মহান উৎসবকে সাফল্য মন্ডিত করেছেন
বিশিষ্ট চিত্রশিল্পী ইভানা কুন্ডু এবং আস্থা ফাউন্ডেশনের কর্নধার এবং বিশিষ্ট সমাজ সেবক শংকর রায় এই বডি পেইন্টিং উৎসর্গ করেছেন রক্ত যোদ্ধাদের। এই মহান রক্ত দান উৎসবে রক্ত যোদ্ধাদের সংখ্যা হলো ২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *