১৪ই জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড, মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার।
পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ব্র্যান পিরিয়ড শেষে মৎস্য অভিযান শুরু। ১৪ই জুন শেষ হচ্ছে ব্যান পিরিয়ড। মৎস্য আহরণে বেরোচ্ছে ট্রলার।
পরপর দু’বছর সেভাবে ইলিশ দেখা যায়নি পূর্ব মেদিনীপুর জেলার দিঘা সমুদ্রে। তবে চলতি বছর ইলিশ নিয়ে আশাবাদী মৎস্যজীবীরা। ভোজন রসিক বাঙালিদের যদি জিজ্ঞেস করা হয় তার সবচেয়ে প্রিয় মাছ কি? তাহলে উত্তর আসবে ইলিশ! ইলিশ মাছ বাঙালিদের মনে আলাদা নস্টালজিয়া তৈরি করে। ইলিশ মাছের পদ সহকারে মধ্যাহ্নভোজ রসনা তৃপ্তির ঢেঁকুর তোলায়। প্রতি মাছ ধরার মরশুমে ইলিশের খোঁজে পাড়ি দেয় পূর্ব মেদিনীপুর জেলার প্রায় ২ হাজার মাছ ধরার ট্রলার, লঞ্চ ও যন্ত্র চালিত নৌকো। ১৪ জুন ব্যান পিরিয়ড কাটিয়ে ইলিশের খোঁজে সমুদ্র পাড়ি দেবে, মাছ ধরার ট্রলার লঞ্চ সহ নৌকো। সমুদ্রে পারিয়ে দেওয়ার আগে চলতি মরশুমে ইলিশ ভালো মিলবে বলে আশাবাদী মৎস্যজীবীরা।

