গড়বেতা হাইস্কুলে ভলান্টায়ারী ব্লাড ডোনার্স ফোরাম গড়বেতা ইউনিটের পক্ষ থেকে সচেতনতা শিবির।
পশ্চিম মেদিনীপুর,নিজস্ব সংবাদদাতা:- শনিবার বিশ্ব রক্তদাতা দিবস, এইদিন রক্তদাতা দিবসকে সামনে রেখে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর ভলান্টায়ারী ব্লাড ডোনার্স ফোরাম গড়বেতা ইউনিটের পক্ষ থেকে ও গড়বেতা হাইস্কুল NSS ইউনিটের সহযোগিতায় গড়বেতা হাইস্কুলে ইউনিটেক সদস্যদের নিয়ে রক্তদান সম্পর্কিত সচেতনতা শিবিরের আয়োজন করা হয়,এইদিন ফোরামের সম্পাদক সুশান্ত পড়িয়াল, সভাপতি শান্তনু নন্দী, বিশিষ্ট শিক্ষক সুব্রত নিয়োগী, BMOH ডাঃ সঞ্চিতা কর্মকার ও ফোরামের উপদেষ্টা, জেলা পরিষদ সদস্য বিশিষ্ট শিক্ষক শান্তনু দে সহ অন্যান্যরা রক্তদান সম্পর্কিত বিষয় নিয়ে সচেতন করেন।

