উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়কে দূর্ঘটনার কবলে পুলিশের গাড়ি।
ইসলামপুর, নিজস্ব সংবাদদাতা:- দূর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। ঘটনায় জখম গাড়িতে থাকা এক পুলিশকর্মী ও চালক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আশ্রমপাড়া সংলগ্ন রাজ্য সড়কে। জানা যায় ইসলামপুর পুলিশ জেলার এন্টি ক্রাইম টিমের দায়িত্বে থাকা সাব ইন্সপেক্টর জয়ন্ত কুমার ঝাঁ প্রবল বৃষ্টির মধ্যে নিজের ডিউটি করে পুলিশ লাইনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। সে সময়…

