সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে।
নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মরণোত্তর দেহদানে সাধারণ মানুষকে উৎসাহিত করতে দৃষ্টান্ত স্থাপন করলেন মালদা জেলা সিপিআইএম-এর প্রাক্তন সম্পাদক তথা সিপিআইএম রাজ্য কমিটির বর্তমান সদস্য অম্বর মিত্র। সস্ত্রীক দেহদানের অঙ্গীকার পত্র তুলে দিলেন সিপিআইএম জেলা নেতৃত্বের হাতে। শনিবার তিনি মালদা জেলা সিপিআইএম-এর সদর কার্যালয় মিহির দাস ভবনে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্রে স্বাক্ষর করেন। স্বাক্ষরিত অঙ্গীকার পত্র সিপিআইএম জেলা সম্পাদক কৌশিক মিশ্র সহ দলের অন্যান্য নেতৃত্বের হাতে তুলে দেন। তবে শুধু অম্বরবাবু একা নন। তার স্ত্রী তথা সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা নেত্রী রীনা মিত্রও এদিন মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র তুলে দেন বলে জানা গেছে। সেই পথে হেঁটেই মালদা জেলা সিপিআইএম-এর প্রবীণ নেতা অম্বর মিত্র এবং তার স্ত্রী রীনা মিত্র মরণোত্তর দেহদানের অঙ্গীকারপত্র জমা দিয়েছেন। যা ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটা দৃষ্টান্ত।

