রবিবার মাথাভাঙ্গা শহরের সুটুঙ্গা নদীর পাড়ে অবস্থিত শনি মন্দিরের কাছে বিপুল পরিমাণ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।
কোচবিহার, নিজস্ব সংবাদদাতা:- রবিবার মাথাভাঙ্গা শহরের সুটুঙ্গা নদীর পাড়ে অবস্থিত শনি মন্দিরের কাছে বিপুল পরিমাণ বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। মাথাভাঙ্গা থানা কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া এই বোমাগুলো নিষ্ক্রিয় করেন সিআইডি (CID)-এর বোম স্কোয়াডের কর্মীরা। এদিন আলিপুরদুয়ার থেকে আসা বোম স্কোয়াড দলটি সফলভাবে প্রায় ১২টি বোমা নিষ্ক্রিয় করে।
বোমা নিষ্ক্রিয় করার সময় সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে ব্যাপক সতর্কতা অবলম্বন করা হয়েছিল। দুর্ঘটনাস্থলে দমকল বাহিনী এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। মাথাভাঙ্গা থানা সূত্রে জানা যায়, থানার অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে এই বোমাগুলো উদ্ধার করা হয়েছিল।
নিষ্ক্রিয়করণের আগে থানা কর্তৃপক্ষ মাইকিং করে আশেপাশের এলাকা ফাঁকা করে দেয়, যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে গোটা এলাকা কেঁপে উঠলেও, কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

