রবিবার দৌলতাবাদ হাইস্কুলে ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা।
দৌলতাবাদ, নিজস্ব সংবাদদাতা:- দৌলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটকে ঘিরে উত্তেজনা এলাকায়। সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে ওই ভোটে। রবিবার দৌলতাবাদ হাইস্কুলে ওই ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা রয়েছে। তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী ও ভোটারদের এলাকা ছাড়া করার চেষ্টা করে।
মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ৪৩টি আসন রয়েছে। গত ভোটে সিপিএম ৪৩টি আসনে জয়লাভ করে।
এ বছর ওই ৪৩টি আসনের মধ্যে সিপিএম ২১টি আসনে এবং কংগ্রেস ২২টি আসনে প্রার্থী দেয়।
শুরুর দিকে ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছিলো। এতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়ে। এর পরে তৃণমূলের আশ্রিত বহিরাগত গুণ্ডা বাহিনী লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি ভোটগ্রহণ কেন্দ্রে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় পথ অবরুদ্ধ করে রাখে।
সিপিএম-কংগ্রেস জোটের লোকজনকে বেপরোয়া ভাবে মারধর করার সময়ে পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়ে ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং লাঠি চার্জ করে। এতে সাময়িক ভাবে দুষ্কৃতীরা ছত্র ভঙ্গ হলেও তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে।

