বর্ষা শুরুর আগেই রাস্তার এই বেহাল দশা, উঠছে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর:- মাত্র তিন মাস আগেই নির্মিত হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের কাশিয়া খাঁড়ির ওপর গঙ্গাসাগর-রাধানগর সংযোগকারী রাস্তা। কিন্তু সামান্য বৃষ্টিতে খাঁড়িতে জল বাড়তেই ব্রিজ সংলগ্ন রাস্তায় দেখা দিয়েছে ফাটল। কিছু অংশ বসেও গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রিজের সংযোগকারী গার্ডওয়ালও।

এতে আতঙ্ক ছড়িয়েছে জলঘর গ্রামপঞ্চায়েতের গঙ্গাসাগর, রাধানগর-সহ আশেপাশের একাধিক গ্রামে। সুরক্ষার কথা চিন্তা করে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের উপর দিয়ে যানবাহন ও সাধারণ মানুষের যাতায়াত।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বছর তিনেক আগে গঙ্গাসাগর ও রাধানগর গ্রামের মধ্যে যোগাযোগের জন্য কাশিয়া খাঁড়ির উপর প্রায় ৫০ লক্ষ টাকা ব্যয়ে একটি ছোট ব্রিজ নির্মাণ করা হয়। এরপর প্রায় ২২ লক্ষ টাকা ব্যয়ে ব্রিজ সংলগ্ন রাস্তার কাজ হয়, যার কাজ শেষ হয় মাস তিনেক আগে। তবে বর্ষা শুরুর আগেই রাস্তার এই বেহাল দশা ঘিরে উঠছে নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ।

স্থানীয়দের অভিযোগ, সঠিক পরিকাঠামো ছাড়াই তড়িঘড়ি কাজ শেষ করায় আজ এই পরিস্থিতি। কৃষকদের দাবি, এখন ফসলের মরশুম। এই রাস্তা দিয়ে বহু গ্রামে হাটে ফসল নিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু রাস্তা বন্ধ থাকায় বাধ্য হয়েই ঘুরপথে যেতে হচ্ছে।

বিজেপির জেলা সাধারণ সম্পাদক বাপি সরকারও নিম্নমানের নির্মাণ কাজের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, নিম্নমানের কাজের জন্য আগেও বালুরঘাটে ড্যাম ভেঙেছে, এবার ব্রিজ ভেঙে পড়ার জোগাড় হয়েছে।

এ বিষয়ে দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বিজিন কৃষ্ণা আশ্বাস দিয়েছেন, দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের প্রশ্ন, মাত্র কয়েক মাসেই যদি এই অবস্থা হয়, তাহলে বর্ষায় কী হবে? এখনই সঠিক পদক্ষেপ না নিলে ভবিষ্যতে বড় বিপদের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *