পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে “তিরঙ্গা যাত্রার” আয়োজন করা হয়েছে বিজেপির তরফে।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিঁদুরের পর সারা রাজ্যের পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে “তিরঙ্গা যাত্রার” আয়োজন করা হয়েছে বিজেপির তরফে, এই দিন এই “তিরঙ্গা যাত্রায়”উপস্থিত ছিলেন দাপুটে বিজেপি নেতা দিলীপ ঘোষ,এছাড়াও এই “তিরঙ্গা যাত্রায়” কয়েক হাজার বিজেপি কর্মী সমর্থক দলীয় পতাকা ছেড়ে জাতীয় পতাকা হাতে নিয়ে মিছিলে পামেলায়। এই দিন গোটা এলাকার এই মিছিল পরিক্রমা করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারত বর্ষ গোটা বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে, সেই পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন সবাই সংঘবদ্ধ হয়ে লড়াই করছে বলে আজ বিশ্বের কাছে চতুর্থ স্থানে ভারত বর্ষ নাম লিখিয়েছে, পাশাপাশি নীতিবায়ক সভায় যোগ দেয়নি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ কটাক্ষ ছুঁড়ে দিলেন, তিনি বলেন তৃণমূলের যেখানে নীতি নেই এটা স্বাভাবিক।পাশাপাশি তিনি জানিয়েছেন আগামী দিনের ভারত বর্ষ এক নম্বর স্থান দখল করবে।

