জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির, চাঞ্চল্য এলাকায়।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। স্থানীয় সূত্রে খবর মৃত ব্যক্তির নাম চিত্তরঞ্জন সরকার বয়স ৭২ বছর । জানা গেছে বংশীহারি থানার মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের শ্যামপুর এলাকার একটি ডোবাতে গতকাল দুপুরে মাছ ধরতে গেছিল ওই ব্যক্তি। গতকাল দুপুরে মাছ ধরতে আসার পর বাড়িতে আর ফেরেনি। পরবর্তীতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। গভীর রাত পর্যন্ত খোঁজাখুঁজি করলেও সন্ধান পাইনি ওই ব্যক্তির। অবশেষে আজ সকাল বেলা শ্যামপুর এলাকার ডোবার মধ্যে ভাসতে দেখা যায় ওই ব্যক্তির মৃতদেহ। খবর পেয়ে ছুটে যায় পরিবারের লোকজন। পরিবারের লোকজন মৃতদেহ ডোবার জল থেকে উদ্ধার করে। খবর দেওয়া হয় বংশেরই থানায়। বংশীহারী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে এবং সেই সঙ্গে রবিবার ময়নাতদন্তের জন্য পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে।
এই বিষয়ে মৃতের ভাই
প্রহ্লাদ সরকার বলেন।

