গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর উপরে থাকা অস্থায়ীভাবে পারাপারের জন্য তৈরি করা মাটির রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হল রবিবার।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- অবশেষে বেশ কয়েকদিন পর পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ২ নম্বর ব্লকের হুমগড়ের পাথরবেড়িয়াতে শিলাবতীর উপরে থাকা অস্থায়ীভাবে পারাপারের জন্য তৈরি করা মাটির রাস্তা সারাইয়ের কাজ সম্পন্ন হল রবিবার,এই দিন ব্লক প্রশাসনের উদ্যোগে JCB দিয়ে মাটির রাস্তা সারাই করে দেওয়া হলো, প্রসঙ্গত অতি ভারী বৃষ্টিপাতের ফলে জলের তোড়ে ভেঙে গিয়েছিল ওই অস্থায়ী মাটির তৈরি রাস্তা। তারপর ঝুঁকিপূর্ণভাবে নৌকোতে যাতায়াত করছিল এলাকার ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।

