এক বৃদ্ধা বাড়ির সামনে কাপড় মেলার সময় ধান বঝাই ভুটভুটি ভ্যানের চাপা পড়ে মৃত্যু হয়।
নিজস্ব সংবাদদাতা, মালদা—ধান বোঝাই ভুটভুটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে এক গৃহস্থের বাড়ির পাশে উল্টে যায় সে সময় এক বৃদ্ধা বাড়ির সামনে কাপড় মেলছিল, সেই ধান বঝাই ভুটভুটি ভ্যানের চাপা পড়ে মৃত্যু হয়।
ঘটনাটি ঘটেছে রবিবার হবিবপুর থানার ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর বুড়িতলা মৃত্যু বৃদ্ধার নাম বিমলা মন্ডল (৬৬)
মৃত বৃদ্ধার ছেলে জানিয়েছেন সকল আনুমানিক নটা নাগাদ তার মা বাড়ির সামনে কাপড় শুকানোর জন্য কাপড় মেলছিলেন সে সময় হঠাৎ একটি ধান বোঝাই ভুটভুটি ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে
বাড়ির সামনে এসে তার মাকে ধাক্কা মেরে পাল্টি খায়, সাথে সাথে পরিবার ও স্থানীয়রা উদ্ধার করে বুলবুলচন্ডী আরএন রায় গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন। এই ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে, পরে হবিবপুর থানার পুলিশ মৃত দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে নিয়ে যান দুপুরবেলা।

