ড: সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন আমরা যা বলি তা করি।

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুর: কেন্দ্রীয় সরকারের কাছে সুকান্ত-র দরবারে দক্ষিণ দিনাজপুরে বরাদ্দ ১৩ কোটি ৫৪ লক্ষ টাকা। বালুরঘাট – হিলি ৫১২নং জাতীয় সড়কের পাশে একাধিক জায়গায় নির্মিত হবে ড্রেন। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে হিলি অবধি রয়েছে ৫১২নং জাতীয় সড়ক। ৫১২নং জাতীয় সড়কের পাশে ড্রেনজ ব্যবস্থা না থাকার কারনে প্রতিবছর বর্ষা আসলেই একাধিক জায়গায় জমত জল। জল জমা সমস্যার স্থায়ী সমাধান চেয়ে বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার-এর দ্বারস্থ হয়েছিল হিলি, বিনশিরা এবং অমৃতখন্ড এলাকার বাসিন্দারা। যার পরে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের সাথে ড্রেন নির্মাণের জন্য কথা বলেন। এরপরেই জাতীয় সড়কের পাশে ড্রেন নির্মাণের অর্থ বরাদ্দ করে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। প্রাথমিকভাবে জানা গেছে বরাদ্দকৃত ঐ অর্থ দিয়ে পশ্চিম রানিনগর, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বাদামাইল, বিনশিরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাদামাইল এবং হিলি মিলিয়ে মোট প্রায় ৫-৬ জায়গায় ড্রেন নির্মাণ হবে। জমা জল সমস্যার স্থায়ী সমাধান হতে চলায় খুশি ঐ সমস্ত এলাকার সাধারণ মানুষরাও। দক্ষিণ দিনাজপুর জেলার জন্য কেন্দ্রীয় সরকারের মন্ত্রক অর্থ বরাদ্দ করার পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে বলেন আমরা যা বলি তা করি। তিনি বলেন ড্রেন নির্মাণ হলে জল জমার সমস্যা থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। পাশাপাশি আগামীদিনে কিছু প্রয়োজন হলে তাও দেখার আশ্বাস দেন এদিন সুকান্ত মজুমদার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *