বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়।
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট শহরের নাগরিকদের সুস্থ ও স্বাভাবিক পৌর পরিষেবার দাবিতে বালুরঘাট পৌরসভায় ডেপুটেশন দিল বিজেপি। এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডল কমিটির পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়।
বিজেপির বালুরঘাট শহর মন্ডল সভাপতি সমীর প্রসাদ দত্ত জানান, বালুরঘাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আবর্জনার ডাস্টবিন নিয়মিত পরিষ্কার, নিকাশি ব্যবস্থা ঠিক রাখতে নিয়মিত নর্দমা পরিষ্কার করতে হবে। বালুরঘাট পৌরসভার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে নিয়মিত চিকিৎসকের ব্যবস্থা করতে হবে। এছাড়াও বালুরঘাট শহরের মধ্যে দিয়ে বয়ে যাওয়া খাঁড়ি সংস্কারের কাজ নিম্নমানের হচ্ছে, তা তা সঠিকভাবে ইকবাল করতে হবে। এই সমস্ত দাবিসহ মোট পাঁচ দফা দাবিতে এদিন বিজেপির বালুরঘাট শহর মন্ডলের পক্ষ থেকে পৌরসভায় ডেপুটেশন দেওয়া হয়।

