এলাকার বিভিন্ন স্কুল, কলজের ছাত্রছাত্রী ও আশাকর্মীদের নিয়ে অগ্নি নিবারনের সচেতনতা শিবির করা হয়।
নিজস্ব সংবাদদাতা, মালদা— —বামনগোলা ব্লকের পাকুয়াহাট ডিগ্রি কলেজের পাশে ব্লক কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো অগ্নি নিবারনের সচেতনতা শিবির। সোমবার প্রায় ১১ টা নাগাত এলাকার বিভিন্ন স্কুল, কলজের ছাত্রছাত্রী ও আশাকর্মীদের নিয়ে এই সচেতনতাশিবির করা হয়। এই কর্মসূচি মধ্যে দিয়ে কিভাবে আগুন লাগলে নেভাবেন সেই বিষয় নিয়ে আলোচনা ও হাতে কলমে শেখানো হয়।যেকোনো মুহূর্তে বাড়ি সহ অন্য কোন জায়গায় আগুন লাগলে কিভাবে নেভাবেন সেই বিষয় নিয়ে অগ্নি নিবারণ দপ্তরের তরফ থেকে এই সচেতনতা শিবিরের মাধ্যমে করা হয়।এদিন উপস্থিত ছিলেন দমকল বিভাগের আধিকারিক এএফও বিদ্যুৎ কুমার দাস সহ দমকল বিভাগের বিভিন্ন অধিকারীকেরা ও ব্লক প্রশাসনের আধিকারিক, পুলিশ প্রশাসনে সহ অন্যান্য।

