অমল কিস্কু’কে পদ থেকে অপসারণের প্রতিবাদে আবারো কলেজের গেটে তালা বন্ধ করে আন্দোলনে নামলেন অমল কিস্কুর অনুগামীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদা :—-নবনিযুক্ত সভাপতিকে ঢুকতে না দিয়ে ধাক্কাধাক্কির ছবি উঠে এলো পাকুয়াহাট ডিগ্রী কলেজে। পাকুয়াহাট ডিগ্রি কলেজের পরিচালন সমিতির সভাপতি অমল কিস্কু’কে পদ থেকে অপসারণের প্রতিবাদে আবারো কলেজের গেটে তালা বন্ধ করে আন্দোলনে নামলেন অমল কিস্কুর অনুগামীরা। সম্প্রতি অমল কিস্কুকে অপসারণ করে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতি পদে বহাল করা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড: সনাতন দাস’কে।সোমবার পাকুয়াহাট কলেজে ঢুতেই গেটে আটকে বিক্ষোভ দেখতে থাকে অমল কিস্কু অনুগামীরা। তাঁদের কথায় একজন আদিবাসী নেতাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো। তার প্রতিবাদেই এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজের গেটে আবারো তালা ঝুলিয়ে দেওয়া হলো।নব নিযুক্ত সভাপতি সনাতন দাস কে ঘিরে গেটে আটকে রাখেন ধাক্কাধাক্কি ও শুরু হয় কলেজ কর্তৃপক্ষের সাথে।অবশেষে, মালদা জেলায় তৃনমুল কংগ্রেসের এসটি সেলের সভাপতি চুনিয়া মুর্মু আশ্বাসে তারপর বিক্ষভকারীরা সরে দারায়।এ বিষয়ে বামনগোলা ব্লক বিজেপির মন্ডল ২ এর সভাপতি তপন মন্ডল বলেন থেকে নিন্দা ঝড় তুলেছে সরকারিভাবে নিযুক্ত করা হয়েছে অমল কিস্কু পরিবর্তন নতুন সভাপতি কে কলেজের গেটে ঢুকতে বাধা দেওয়া নিয়ে দুর্নীতির গন্ধ পাচ্ছেন বলে অভিযোগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *