উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষন হলো লুপ পুল, কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এই পুলের একি হাল!
জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষন হলো লুপ পুল। কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই এই পুলের একি হাল! এই পুল বা ব্রিজের দু’ধারের অ্যাপ্রোচ রোডে দেখা গেছে ফাটল? ঐতিহ্যবাহী এই ব্রিজের এমন বেহাল দশা দেখে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে গেল গেল রব উঠেছে ! সেইসাথে ধস নেমেছে বাগ্রাকোট থেকে সিকিমগামী নির্মীয়মান ৭১৭-এর জাতীয় সড়কের একাধিক জায়গাতেও।…

