অমল কিস্কুকে অপসারণ করে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতি পদে বহাল করা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনাতন দাস’কে, ক্ষুব্ধ অমল কিস্কু অনুগামীরা।
নিজস্ব সংবাদদাতা, মালদা : পাকুয়াহাট ডিগ্রি কলেজের পরিচালন সমিতির সভাপতি অমল কিস্কু’কে পদ থেকে অপসারণের প্রতিবাদে আন্দোলনে নামলেন তার অনুগামীরা। সম্প্রতি অমল কিস্কুকে অপসারণ করে পাকুয়াহাট ডিগ্রি কলেজের সভাপতি পদে বহাল করা হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সনাতন দাস’কে। আর এতেই ক্ষুব্ধ অমল কিস্কু অনুগামীরা। তাঁদের কথায় একজন আদিবাসী নেতাকে চক্রান্ত করে সরিয়ে দেওয়া হলো। তার প্রতিবাদেই এদিন পাকুয়াহাট ডিগ্রি কলেজের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হলো। অনেকের মতে অমল কিস্কু তৃণমূলের নেতৃস্থানীয়। তিনি পরিবহন বিভাগের জেলা আরটিএ পদেও রয়েছেন। হয়তো দুটি মনোনিত পদে বহাল না রাখার সিদ্ধান্তেই এমনটা হয়ে থাকতে পারে। তবে অমল কিস্কু অনুগামীরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন। এখন দেখার এই আন্দোলন কতদূর গড়ায়!

