স্নান করতে গিয়ে জলে ডুবে, মৃত্যু হল এক যুবকের, ঘটনা কি ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি এলাকায়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- স্নান করতে গিয়ে জলে ডুবে, মৃত্যু হল এক যুবকের, ঘটনা কি ঘিরে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার গনগনি এলাকায়, পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মৃত যুবকের নাম আকাশ প্রামানিক,বয়স আনুমানিক ১৫ বছর,বাড়ি গড়বেতা শহরের হলদিনালা এলাকায়,স্থানীয় সূত্রে জানা যায় রবিবার গনগনের শিলাবতী নদীতে স্নান করতে যায় ওই যুবক, স্নান করতে গিয়ে জলে ডুবে গেলে তাকে উদ্ধার করে গড়বেতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে,ইতিমধ্যেই গড়বেতা থানার পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনাটা তদন্ত প্রক্রিয়া শুরু করে।

