শনিবার থেকে দুইদিনব্যাপী যে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুরু হয়েছিল আজ তার দ্বিতীয় দিন।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- সারা বাংলা দাবা সংস্থা অনুমোদিত দক্ষিণ দিনাজপুর জেলা দাবা সংস্থার পরিচালনায় ও ব্যবস্থাপনায় বালুরঘাটে বালুছায়া অডিটোরিয়াম হলে গতকাল ১০ই মে শনিবার থেকে দুইদিনব্যাপী যে দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ শুরু হয়েছিল আজ তার দ্বিতীয় দিন। নয় বছরের অধীন, এগারো বছরের অধীন, তেরো বছরের অধীন, পনেরো বছরের অধীন, সতেরো বছরের অধীন, উনিশ বছরের অধীন এবং সর্বসাধারণের জন্য এবারের দক্ষিণ দিনাজপুর জেলা দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ অনুষ্ঠিত হলো। পুরুষ ও মহিলা মিলে মোট ৯০ জন চ্যাম্পিয়নশিপ – এ অংশগ্রহণ করে। প্রতিটি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করার পাশাপাশি চ্যাম্পিয়নশিপ – এ অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে মেডেল দেওয়া হয়।

