কৃষ্টি ক্রিয়েটিভ এন্ড কালেক্টরস গ্রুপের পক্ষ থেকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চার দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠান।
গঙ্গারামপুর, নিজস্ব সংবাদদাতাঃ :- ছাত্র ছাত্রীদের অচেনা বিষয়কে চেনাতে গঙ্গারামপুরে আয়োজিত শিক্ষামূলক প্রদর্শনী। কৃষ্টি ক্রিয়েটিভ এন্ড কালেক্টরস গ্রুপের পক্ষ থেকে গঙ্গারামপুর উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো চার দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর দিনে প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়।যা চলবে আগামী 4দিন পর্যন্ত।
প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে দিনাজপুরের ইতিহাস ও ঐতিহ্য। তেমনি গঙ্গারামপুরের আনাচে কানাচের ইতিহাসের নির্দশন বিভিন্ন শিল্পের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে।
এছাড়াও প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন সময়ের দেশি ও বৈদেশিক মুন্দ্রা ও ডলার। ছাত্র ছাত্রীদের চেনাতে হারিয়ে পুরোনো দিনের ডাক টিকিট,দেশলাইয়ের খামও রয়েছে প্রদর্শনীতে। জীব বৈচিত্র ও পরিবেশের চিত্র রাখা হয়েছে এই প্রদর্শনীতে।
প্রদর্শনীর পাশাপাশি প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তারা। যেখানে অংশগ্রহণ করে গঙ্গারামপুর শহরসহ জেলার বিভিন্ন প্রান্তের শিল্পীরা।
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী থেকে শুরু করে কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তী পর্যন্ত চলবে এই অনুষ্ঠান।

