দেশের সকল নাগরিক ও দেশ রক্ষার কাজে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় ভারতমাতার পুজো সহ শান্তি যজ্ঞ।
নবদ্বীপ – নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার নবদ্বীপ শহরে শুক্রবার সন্ধ্যায় শহরের দেয়ারা পাড়া এলানিয়া শিব মন্দির প্রাঙ্গনে বিজেপির নবদ্বীপ শহর দক্ষিণ মন্ডলের উদ্যোগ্যে আয়োজিত হলো দেশের সকল নাগরিক ও দেশ রক্ষার কাজে নিয়োজিত ভারতীয় সেনাবাহিনীর মঙ্গল কামনায় ভারতমাতার পুজো সহ শান্তি যজ্ঞ। জানাযায় যে, সাম্প্রতিক ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির উপর দাঁড়িয়ে এদিন সন্ধ্যা ৬ টা…

