২রা মে শুক্রবার এক পুণ্য তিথিতে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো।
দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- ২রা মে শুক্রবার এক পুণ্য তিথিতে বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের স্থায়ী দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপিত হলো। ভিত্তি প্রস্তর স্থাপন করলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার অধ্যক্ষ বিষ্ণুরূপানন্দজী মহারাজ। এছাড়াও এই অনুষ্ঠানে জেলার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘ বালুরঘাট শাখার বিদূরানন্দজী মহারাজ ও অচিন্তানন্দজী মহারাজ, বালুরঘাট পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি অনুশ্রী মহন্ত, ১৫ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পল্লব দাস, ৭ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শিখা মহন্ত সাহা চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি বিপ্লব খাঁ, চকভৃগু তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পম্পা সাহা মহন্ত, বালুরঘাট লোকসভার প্রাক্তন সাংসদ রনেন বর্মন, বিশিষ্ট সমাজসেবী রাজনারায়ণ সাহা চৌধুরী প্রমুখ। দুর্গা মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে প্রগতি সংঘের নিজস্ব ময়দানে এইদিন দুপুরে মা দুর্গার পুজোর পাশাপাশি চণ্ডীপাঠ ও সারাদিনব্যাপী বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও এই দিন সন্ধ্যায় বিরাট মহাযজ্ঞের আয়োজন করা হয় এমনটা জানালেন চকভৃগুর প্রগতি সংঘের সম্পাদক সঞ্জয় সাহা।
বাইট :- বালুরঘাটের চকভৃগুর প্রগতি সংঘের সম্পাদক সঞ্জয় সাহা

