বাঁকুড়ার শহরের মাচানতলায় ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’ জানিয়ে শুরু হয়েছে যজ্ঞানুষ্ঠান, উপস্থিত রয়েছেন বিশিষ্ট পুরোহিতরা।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:- সাজো সাজো রব সমুদ্র নগরী দীঘা জুড়ে, বুধবার অক্ষয় তৃতীয়ায় সেখানে খুলে যাবে নবনির্মিত জগন্নাথ মন্দিরের দরজা, মঙ্গলবার যখন সেখানে চলছে বিশেষ যজ্ঞানুষ্ঠান ঠিক তখনই এদিন বিকেলে প্রায় একই ছবি বাঁকুড়াতেও। বাঁকুড়া পৌরসভার পৌর প্রধান অলকা সেন মজুমদার, উপ পৌরপ্রধান হীরালাল চট্টরাজ, বাঁকুড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বরুপা সেনগুপ্ত সহ অন্যান্য তৃণমূল নেতাদের উপস্থিতিতে শহরের মাচানতলায় ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’ জানিয়ে শুরু হয়েছে যজ্ঞানুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট পুরোহিতরা। তাঁদের তত্বাবধানে এই যজ্ঞানুষ্ঠানে হাজির অসংখ্য মানুষও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *