ফাঁস লাগিয়ে আত্মঘাতী ১৩ বছরের এক কিশোরী, ঘটনায় শোকের ছায়া মৃতার পরিবার সহ এলাকাজুড়ে।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: মায়ের বকুনিতে অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ১৩ বছরের এক কিশোরী। ঘটনায় শোকের ছায়া মৃতার পরিবার সহ এলাকাজুড়ে। ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।
পুলিশ জানিয়েছে মৃতা কিশোরীর নাম বিভা বর্মণ (১৩। বাড়ি গঙ্গারামপুর থানার মহারাজপুর এলাকায়। সে গঙ্গারামপুর গার্লস স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
পরিবার সূত্রে খবর,এদিন সকালে কিশোরীর মা তাকে টিউশনে যেতে বললে, সে যেতে না চাওয়ায় বকাবকি করে। এরপরেই অভিমানে কিশোরী নিজের ঘরে গলায় ফাঁস লাগিয়ে নেয়। দীর্ঘক্ষণ পর বিষয়টি পরিবারের লোকজন জানতে পারলে তাকে উদ্ধার করে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে।