জগন্নাথ দেবের ধ্বজা নিয়ে কয়েকশো মোটরবাইক বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে রওনা দিয়ে সারা শহর পরিক্রমা করল।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর:-আগামী কাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিন বালুরঘাটে বাইক র্যালি করা হয় তৃণমূল কংগ্রেসের বালুরঘাট শহর কমিটির পক্ষ থেকে। জগন্নাথ দেবের ধ্বজা নিয়ে কয়েকশো মোটরবাইক বালুরঘাট হাই স্কুল মাঠ থেকে রওনা দিয়ে সারা শহর পরিক্রমা করে।
তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি প্রীতম রাম মন্ডল জানান, আগামীকাল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এদিনের বাইক র্যালি। পাশাপাশি আগামীকাল বালুরঘাটের থানা মোড়ে বালুরঘাট মিউজিয়ামের সামনে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের লাইভ সম্প্রচার দেখানো হবে জায়েন্ট স্ক্রিনে।