গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার করে।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- গোপন সূত্রে খবর পেয়ে ফালাকাটা থানার পুলিশ সোমবার গভীর রাতে ফালাকাটা ব্লকের জটেশ্বর হাইস্কুল সংলগ্ন এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ ও নিষিদ্ধ নেশার ট্যাবলেট উদ্ধার করে। পাশাপাশি দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজনের নাম রবিউল ইসলাম ও অনিমা মজুমদার। ওই দুজনেরই বাড়ি মাদারিহাট-বীরপাড়া ব্লকের শিশুবাড়ি এলাকায়। তাদের থেকে ২২৯১ বোতল নিষিদ্ধ কাপ সিরাপ এবং ৩১২০ পিস নেশার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *