গরম থেকে বাঁচতে একটি করে ছাতা তুলে দিল ইন্টারেক্ট ক্লাব অফ সিল্কসিটি মালদা ক্লাবের সদস্যরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-আইহো উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ শিক্ষক-শিক্ষিকাদের সহযোগিতায় তৈরি করা হয়েছিল এক বছর আগে ইন্টারেক্ট ক্লাব অফ সিল্কসিটি মালদা, নামে ক্লাব দ্বাদশ শ্রেণি ও একাদশ শ্রেণির ছাত্র ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা মিলে এই ক্লাব।এই ক্লাবের মধ্যে দিয়ে আইহো উচ্চ বিদ্যালয় পার্শ্ববর্তী এলাকা থেকে শুরু করে আইহো অঞ্চলের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন বিষয়ের উপর সচেতন শিবির করে। এছাড়াও এলাকায় ছোট ছোট ছাত্রছাত্রী বই খাতা থেকে শুরু করে বিভিন্ন পড়াশুনার সামগ্রিক দিয়ে থাকে।এদিন সোমবার আইহো উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট পড়ুয়া হাতে গরম থেকে বাঁচতে একটি করে ছাতা তুলে দেওয়া হয়।ইন্টারেক্ট ক্লাব অফ সিল্কসিটি মালদা ক্লাবের সদস্যরা এই ছাতা গুলি তুলে দেয় সকল পড়ুয়ার হাতে ।