একাধিক বাড়িতে জলের লাইন দিয়ে পোকার উপদ্রবে চিন্তায় বালুরঘাট পুরসভা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট পুরসভার তরফে বাড়ি বাড়ি পানীয় জলের লাইনের কাজ দীর্ঘদিন ধরে চলেছে। ইতিমধ্যেই সিংহভাগ বাড়িতেই পরিশ্রুত পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। প্রচুর শহরবাসী এই জল চোখ বন্ধ করে পান করেন। এর আগে কখনো এই পানীয় জল নিয়ে বিরূপ প্রতিক্রিয়া শোনা যায়নি। কিন্তু হঠাৎই এদিন বাড়িতে জলের পাইপ থেকে পোকা বেরোতে দেখে আতঙ্ক গ্রাস করেছে নামাবঙ্গী এলাকার সাধারণ মানুষের। একাধিক বাড়িতে জলের লাইন দিয়ে এই পোকার উপদ্রবে চিন্তায় পড়েছেন তারা। এদিন পুরসভায় পানীয় জলের লাইনে পোকা বেরোনোর ঘটনা জানানো হয়। তারপর পুরসভার কর্মীরা এসে সরজমিনে বিষয়টি খতিয়ে দেখেন। পাশাপাশি, তারা বাড়ির জলের লাইন বিচ্ছিন্ন করেছেন। বিষয়টি স্থানীয় কাউন্সিলার পরিমল কৃষ্ণ সরকারের নজরে পড়তেই তিনি বিকেল নাগাদ ওই এলাকায় যান। যেখানে জলের কোনও সমস্যা পাননি বলে জানান। পুরসভার তরফে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।