ইলেক্ট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার, প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী।

নিজস্ব সংবাদদাতা, মালদা:মালদার গাজলে রাস্তা পারাপারের সময় ইলেক্ট্রিক পোলের গায়ে লেগে থাকা ইলেক্ট্রিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক প্রৌঢ়ার। ঘটনার প্রতিবাদে মৃতদেহ রাস্তায় রেখে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার বিধানপল্লী এলাকায়। জানা গেছে, ওই এলাকার পাশ দিয়ে গেছে ৫১২নং জাতীয় সড়ক। সেই জাতীয় সড়কের ডিভাইডারের উপর রয়েছে ইলেক্টিক পোল। সেই পোলের গেয়ে ঝুলে রয়েছে ইলেক্টিক তার। এদিন রাস্তা পারাপারের সময় সেই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিধানপল্লী এলাকার কানন কুন্ডু নামে এক প্রৌঢ়ার মৃত্যু হয় বলে খবর। যার প্রতিবাদে এলাকাবাসী পথ অবরোধ করে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীরা ওই স্থানে ইলেক্ট্রিক অর নিরাপদ স্থানে রাখা সহ ট্রাফিক ব্যবস্থার দাবীতে সরব হন। যদিও শেষমেশ গাজোল থানার পুলিশের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন বলে জানা গেছে।