পথঙ্গ বাহিত রোগজীবাণু নিরোধক কর্মীদের প্রাথমিক সদস্য পদ দেওয়ার শিবির অনুষ্টিত হলো গড়বেতা-৩ ব্লক অফিসে ।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন কর্মীদের প্রাথমিক সদস্য পদ দেওয়ার শিবিরসংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা-৩ ব্লক সংগঠনের পক্ষ থেকে ব্লক সভাপতি ফটিক গরাই ও ব্লক কার্যকরী সভাপতি চন্দন ঘোষের উদ্যোগে শুক্রবার ব্লকের অধিনে ৮টি গ্রাম পঞ্চায়েতে কর্মরত সকল VCT অর্থাৎ পথঙ্গ বাহিত রোগজীবাণু নিরোধক কর্মীদের প্রাথমিক সদস্য পদ দেওয়ার শিবির অনুষ্টিত হলো গড়বেতা-৩ ব্লক অফিসে ।
আজকের ব্লক ফেডারেশন সংগঠনের কর্মসূচীতে উপস্থিতি ছিলেন গড়বেতা-৩ পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা,এইদিন VCT দের সদস্য ফরম দেওয়া হয় ,সাথে সাথে VCT রা ফরম পূরন করে আজকেই জমা দিয়ে গেলেন । সংগঠনের নিয়মনীতি মেনে কাজ করার প্রতিজ্ঞা করলেন সংগঠনের কর্মীরা । সংগঠন VCT দের পাশে থাকার আশ্বাস দেন ব্লক নেতৃত্ব চন্দন ঘোষ ।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *