খড়গপুর শহরে এসে সকালে প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি দিলীপ ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জাতীয় মহিলা কমিশন মহিলাদের দিয়ে সাদা কাগজের সই করিয়ে নিচ্ছেন,অভিযোগ করেছেন কোনাল ঘোষ,এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন বিজেপি দাপুটে নেতা দিলীপ ঘোষ, বিবাহিত জীবনে আসার পর প্রথমবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে এসে সকালে প্রাতঃভ্রমণ এবং চা চক্রে যোগ দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উক্ত বিষয় নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, তিনি বলেন কুনাল আজকাল দিব্যদৃষ্টি পেয়েছেন, এখানে কি হচ্ছে দেখতে পান, সন্দেশখালি, সিরিয়া,পাকিস্তান, বাংলাদেশ ওখানে কি হচ্ছে শুধু দেখতে পান না, কি অবস্থায় রয়েছেন মুর্শিদাবাদের হিন্দুরা দেখতে পান না, লন্ডন,আমেরিকার সব দেখতে পাচ্ছেন দিব্যদৃষ্টি সঞ্চয়ের মধ্য দিয়ে, এত মিথ্যা কথা বলছেন আর যেমন লোকের সঙ্গে মেশেন সেই প্রকৃতির হবে, ঠিক এভাবেই কুনাল ঘোষকে নিশানা করলেন দিলীপ ঘোষ, অন্যদিকে শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদে গিয়ে দাবি করেছেন কেন্দ্রীয় বাহিনী এখান থেকে উঠে গেলে এখানকার হিন্দুরা থাকতে পারবেন না, সেই বিষয় নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন ঠিক কথাই জানিয়েছেন, তিনি বলেন শুভেন্দু বাবু গিয়েছিলেন মোথাবাড়িতে যেখান থেকে এই হিংসা শুরু হয়েছে, এবং তাকে বাধা দেওয়া হয়েছিল কোর্টের পারমিশন নিয়ে তাকে যেতে হয়েছে, এবং আক্রান্তদের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে, তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং বলছেন ও তিনি বললে সাধারণ মানুষ শুনবেন, বিরোধী দলের যতটুকু দায়িত্ব ততটুকু পাইলন করা হচ্ছে, কেন্দ্রকে রিপোর্ট করা, আক্রান্তদের পাশে দাঁড়ানো, আমাদের বিধায়করা বিভিন্ন এলাকায় গিয়েছেন তাদের বাধার সৃষ্টি করেছে, আমরা প্রতিবাদ জানিয়েছি তবে আমরা এভাবেই প্রতিবাদ জানিয়ে যাব, অন্যদিকে এই হিংসা নিয়ে বিজেপি ও আরএসএসের বিভাজন নিয়ে রাজনীতি করছে অভিযোগ তুলছে শাসক শিবির সেই প্রসঙ্গ নিয়ে দিলীপ ঘোষ বলেন মানুষ অত্যাচারিত তাই বিজেপির ঝান্ডার তলায় আসছে, আর যারা রাজনীতির পতাকার তলায় এলে অসুবিধা বোধ করছে তারা গেরুয়া পতাকা নিয়ে রাস্তায় প্রতিবাদে নেমেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *