আজ বাংলার মাটিতে গণতন্ত্র লাঞ্ছিত, মানুষের নিরাপত্তা বিপন্ন : সুকান্ত মজুমদার ।
দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- “আজ বাংলার মাটিতে গণতন্ত্র লাঞ্ছিত, মানুষের নিরাপত্তা বিপন্ন। মুর্শিদাবাদ, মালদহ, কিংবা সন্দেশখালী—প্রতিটি ঘটনাই প্রমাণ করে এই রাজ্যে আইনের শাসন নেই। যারা আমাদের বহিরাগত বলে অপপ্রচার করছে, তারা বুঝতে পারছে না, বিজেপি এখন বাংলার প্রতিটি ঘরের আওয়াজ। কেন্দ্রীয় নেতৃত্ব খুব পরিষ্কার বার্তা দিয়েছে—এখন সময় আন্দোলনের, সংগঠনের।
মানুষ যখন ঘরছাড়া, নারী যখন নির্যাতিতা, তখন জাতীয় মানবাধিকার কমিশন, মহিলা কমিশন কেন আসছে, সেটাই রাজ্য সরকারকে আত্মবিশ্লেষণ করতে হবে।
আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কিন্তু বাংলার মানুষের সম্মান, নিরাপত্তা আর গণতান্ত্রিক অধিকার রক্ষায় বিজেপি রাস্তায় নামবেই।”

