আপনার সেরা স্টাইল এবং সঠিক পছন্দের জামাকাপড় থেকে শুরু করে জুয়েলারি ব্যাগ সবকিছুই পাবেন এই একই ছাদের তলায়।
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আপনি যদি কোনও বিশেষ অনুষ্ঠানের জন্য নিখুঁত পোশাক খুঁজছেন অথবা আপনার পোশাককে নতুন করে সাজাতে চান, উদ্বোধন হয়ে গেল (স্ট্রেমী) কলকাতার নিউ আলিপুরে (ব্লক জে)তে, এ দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী শ্রীতামা ভট্টাচার্যী, সুস্মিতা রায়, অনন্যা গুহা, সুকান্ত কুন্ডু সহ এক ঝাঁক তারকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। স্ট্রেমি (একটি ওয়েস্টার্ন পোশাক ব্র্যান্ড)স্টোরটি ফ্যাশন…

