বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে।
নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর হিন্দু মিলন মন্দিরে অনুষ্ঠিত হলো দু’দিনব্যাপী বার্ষিক মহোৎসব। ১৭ই এপ্রিল থেকে শুরু হওয়া এই মিলন মেলায় দূরদূরান্ত থেকে অসংখ্য ভক্ত ও দর্শনার্থীদের সমাগম ঘটে।দুই দিনব্যাপী বার্ষিক মহোৎসবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সন্মানপ্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিন প্রদীপ্তানন্দজী মহারাজ ভক্তদের দীক্ষা প্রদান করেন।
বার্ষিক মহোৎসবকে সামনে রেখে বের করা হয় শোভাযাত্রা।এছাড়াও ভক্তদের জন্য অন্নকূট ভোগের আয়োজন করা হয়। পাশাপশি অনুষ্ঠিত হয় হিন্দু সংস্কৃতি সম্মেলন। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মান প্রাপ্ত স্বামী প্রদীপ্তানন্দজী মহারাজ। এদিন স্বামীজীর বক্তব্য শুনতে হিন্দু মিলন মন্দিরে সমাগম ঘটে প্রচুর ভক্তদের।
এর পাশাপাশি এদিন বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হয়েছিল।

