বিধানসভার নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে ও জনসংযোগ বাড়াতে বিজেপির তরফে গাঁও চলো(গ্রাম চলো) কর্মসূচি।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিধানসভার নির্বাচনের আগে সংগঠনকে মজবুত করতে ও জনসংযোগ বাড়াতে বিজেপির তরফে গাঁও চলো(গ্রাম চলো) কর্মসূচি নেওয়াহয়েছে। রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের চন্ডিপুর এলাকায় গাঁও চলো কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা৷ এদিন ওই এলাকায় সারা দিন কাটান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার।