আনন্দপুরে বালারুন সাহিত্য পত্রিকা ও মনীষী স্মরণ কমিটির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের আনন্দপুরে বালারুন সাহিত্য পত্রিকা ও মনীষী স্মরণ কমিটির উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয় ভগৎ সিংয়ের ৯৫ তম আত্মবলিদান বর্ষে।এইদিন আনন্দপুর ও কেশপুরের অনেক ছাত্র ছাত্রী এই অনুষ্ঠানে প্রতিযোগী হিসেবে অংশ নেয়।এইদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পালন সাহিত্য পত্রিকার অন্যতম উপদেষ্টা তনুশ্রী ভেজ এবং সারা বাংলা শিল্প সাহিত্য সম্মেলনির অন্যতম সদস্য সুভাষ কুন্ডু। পাশাপাশি এলাকার বহু ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের সহযোগিতায় এই অনুষ্ঠান সফল হয়।

