এআরভিউ মোড় থেকে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়।
শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা:- যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ থেকে এদিন এআরভিউ মোড় থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে এআরভিউ মোড় থেকে মিছিলটি ভেনাস মোড়ের দিকে অগ্রসর হয়। যোগ্যদের সম্মানের সাথে নিজে নিজের স্কুলের চাকরিতে বহর রাখতে হবে, অযোগ্যদের দ্রুত বাতিল করতে হবে, যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করতে হবে, এছাড়া ২২ লক্ষ ও এম আর মিরর ইমেজ পাবলিশ করতে হবে এই সমস্ত দাবি গুলি নিয়ে এদিন দুপুরে এআরভিউ মোড় থেকে যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের একটি মহা মিছিলের ডাক দেওয়া হয়।

