গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় গণস্বাক্ষর কর্মসূচি যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর: নিজেদের অধিকার আদায়ের দাবিতে গঙ্গারামপুরে গণস্বাক্ষর কর্মসূচি যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের। শুক্রবার গঙ্গারামপুর বাস স্ট্যান্ড এলাকায় এদিনের এই কর্মসূচির আয়োজন করা হয়।এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। তাঁদের মূল দাবিগুলি ছিল স্বচ্ছভাবে মেধা তালিকা প্রকাশ করা। গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি আগামী ২২শে এপ্রিল কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছে যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ।

প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে সুপ্রিম কোর্ট প্রায় ২৬০০০ এসএসসি চাকরি প্রার্থীদের চাকরি বাতিল করেন। যা নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি।

এদিকে ১৭ই এপ্রিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ নির্দেশে জানানো হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির “যোগ্য” সহকারী শিক্ষকরা নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারবেন। একইসঙ্গে, আদালত রাজ্য সরকারকে ৩১ ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে।

এরই মাঝে নিজেদের অধিকার আদায়ের দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করল যোগ্য শিক্ষক যৌথ মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *