আলিপুরদুয়ার শহর লাগোয়া পোরো নদীর পাড়ে দেখা মিলল গজরাজের।
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার : দাঁতাল হাতির দেখতে আর জঙ্গল সাফারিতে যেতে হল না পর্যটকদের। আলিপুরদুয়ার শহর লাগোয়া পোরো নদীর পাড়ে দেখা মিলল গজরাজের।এদিন নদীতে পারে হাতি আর এই দৃশ্য দেখতে পেয়ে সেতুতে ভিড় জমায় পর্যটক থেকে শুরু করে পথচলতি মানুষ জন। কালচিনি ব্লকের বক্সা ব্যাঘ্র প্রকল্প জঙ্গল লাগোয়া পোরো নদীতে দাঁতাল হাতি নদীর জল পান করছে এমন দৃশ্য ক্যামেরা বন্দি করতেও দেখা যায় অনেকে।

