হলদিয়ার SDO অফিস চত্বরে অবৈধভাবে গাছ কেটে বসতবাড়ি তৈরি করার অভিযোগ উঠল বেশ কিছু অফিস চত্বরে থাকা মানুষজনের বিরুদ্ধে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার SDO অফিস চত্বরে অবৈধভাবে গাছ কেটে বসতবাড়ি তৈরি করার অভিযোগ উঠল বেশ কিছু অফিস চত্বরে থাকা মানুষজনের বিরুদ্ধে, গাছ কেটে অন্যত্রে পাচার করা হচ্ছে বলে অভিযোগ, ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে উক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে, পাশাপাশি যারা এই কাণ্ডের সঙ্গে যুক্ত তাদের আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে জানা গিয়েছে। অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।