সাময়িক নয়, স্থায়ী ভাবে স্কুলে ফিরতে চান যোগ্য শিক্ষকা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাময়িক নয়, স্থায়ী ভাবে স্কুলে ফিরতে চান যোগ্য শিক্ষকা। সেই সঙ্গে সাংবিধানিক অধিকার কায়েমের দাবিতে সুপ্রিম কোর্টের রায়ের তালিকায় থাকা যোগ্য শিক্ষকরা বালুরঘাটে জমায়েত করলেন। স্থানীয় হাই স্কুল মাঠে তাঁরা জমায়েত হন।
বৃহস্পতিবার রাজ্যের তরফে করা আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্টে নির্দেশ পঠন পাঠনের স্বার্থে সাময়িক সময়ের জন্য বাতিল তালিকার যোগ্য শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারবেন। শিক্ষকরা এদিন সর্বোচ্চ আদালতের সেই নির্দেশের প্রসঙ্গ তুলে বলেন তাঁরা সকলেই যোগ্য। সাময়িক কয়েক মাসের জন্য নয় স্থায়ী ভাবে তাঁদের কাজে নিয়োগ করানো হউক। দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলে শিক্ষকতা করায় সাংবিধানিক অধিকার অক্ষুন্ন রাখার আবেদনও করেন আন্দোলরত শিক্ষকরা। এদিন হাইস্কুল মাঠ থেকে শিক্ষক শিক্ষিকারা বালুরঘাট শহরে মিছিলও করেন।