রাইস মিলে চুরি, পুলিশের জালে তিন নিরাপত্তারক্ষী সহ চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার।

নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর : – রাইস মিলে চুরি করে ডাকাতির নাটক সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার অভিযোগ দায়িত্বে থাকা ৩ নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে। অবশেষে পুলিশের জালে তিন নিরাপত্তারক্ষী সহ চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন রতন সরকার (২৬),সেলিম সরকার (২৭),অভিষেক সরকার (২০) ও চোরাই সামগ্রী ক্রয়কারী দোকানদার প্রফুল্ল পাল (৪২)। সকলের বাড়ি গঙ্গারামপুর থানা এলাকায়।
স্থানীয় সূত্রে খবর,গঙ্গারামপুর থানার কালদিঘী এলাকায় রয়েছে একটি ‘রাইস মিলের’ তালাবদ্ধ গোডাউন। রাইস মিলের নিরাপত্তার দায়িত্বে নিযুক্ত ছিলেন ৫জন নিরাপত্তারক্ষী।
অভিযোগ,গত দুদিন আগে সেই গোডাউন থেকে ইলেকট্রিক মোটর, ট্রান্সফরমার কয়েল সহ বেশকিছু মূল্যবান যন্ত্রাংশ ও সামগ্রী চুরি হয়। ঘটনা নিয়ে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মিল মালিক। এরপরেই তদন্তে নামে পুলিশ।
প্রাথমিক অবস্থায় পুলিশ তদন্তে নেমে নিরাপত্তায় থাকা সিকিউরিটি গার্ডদের জিজ্ঞাসাবাদ করলে তারা ডাকাতির গল্প সাজিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ।পরে পুলিশের জালে ধরা পড়ে ৩ নিরাপত্তারক্ষী।ঘটনার পরে চোরাই সামগ্রী কেনার অভিযোগে কালিতলা থেকে এক দোকানদারকে গ্রেপ্তার করে পুলিশ। সেইসঙ্গে উদ্ধার হয়েছে চোরাই সামগ্রী। ঘটনার পর আজ বৃহস্পতিবার ধৃত ৪জনকে আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।এই বিষয়ে মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান।