মালদা – মোথাবাড়ি রাজ্য সড়কের রেলগেটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধের ঘোষণা হতেই নানান প্রশ্ন তুলে দিয়েছে।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- রেললাইনের সংস্কারের জন্য আচমকাই দুই দিন রাত থেকে ভোর পর্যন্ত লেবেল ক্রসিং বন্ধ রাখার নোটিশ পড়তেই অস্বস্তিতে পড়েছে সাধারণ মানুষ। ইংরেজবাজার ব্লকের সাদুল্লাপুর মহাশ্মশান যাওয়ার মালদা – মোথাবাড়ি রাজ্য সড়কের রেলগেটে গভীর রাত থেকে ভোর পর্যন্ত টানা ৮ ঘণ্টা বন্ধের ঘোষণা হতেই নানান প্রশ্ন তুলে দিয়েছে। কারণ, এই রাস্তা দিয়েই মৃতের পরিবারের লোকেরা দেহ নিয়ে সৎকার্য্য করতে যান সাদুল্লাপুর মহাশ্মশানে । শুধু তাই নয়, প্রতিদিনই কয়েকশো ছানা ব্যবসায়ীরা মালদা শহরে আসেন বেচাকেনা করতে। কিন্তু ১৬ এবং ২০ এপ্রিল এই দুইদিন রাত নয়’টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রেলগেট বন্ধ রাখার কার্যত নির্দেশ জারি করেছে পূর্ব রেলের মালদা ডিভিশন কর্তৃপক্ষ।