পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো CPI(M) এর নেতাকর্মীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- দ্রব্যমূল্য বৃদ্ধি সহ বেকারদের কর্মসংস্থান,১০০ দিনের প্রকল্পের কাজ চালু সহ একাধিক দাবি নিয়ে আগামী ২০শে এপ্রিল কলকাতার ব্রিগেডে জনসভার ডাক দিয়েছে বাম সংগঠনের পক্ষ থেকে, সেই জনসভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গরবেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে মিছিল করলো CPI(M) এর নেতাকর্মীরা, এই দিন চন্দ্রকোনারোড CPI(M) দলীয় কার্যালয় থেকে বেরিয়ে গোটা শহর মিছিল পরিক্রমা করে।